
|| নিউজ ডেস্ক ||
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলন অবশেষে প্রত্যাহার করা হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে ৪৮ ঘণ্টা বন্ধ ছিল আমদানি ও রপ্তানি বাণিজ্য। সরকারের কমিটি গঠন ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে কমপ্লিট শাটউাউন প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর ঐক্য পরিষদ। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকা।
এতে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধে এবং দেশের আমদানি-রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করছে।
আন্দোলনে ঢাকার এনবিআর ভবন থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর, ঢাকা কাস্টমস হাউস, বেনাপোল, সোনামসজিদ, আখাউড়া, বুড়িমারীসহ দেশের সব স্থলবন্দর শুল্ক স্টেশনে শুল্ক-কর আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে যায় আমদানি-রপ্তানি কার্যক্রম। অর্থবছরের শেষ সময়ে বিপুল অঙ্কের বকেয়া রাজস্ব আদায়ের কথা থাকলেও আদায় বাধাগ্রস্ত হয় এতে।
এনবিআর বিভক্তির জেরে সংস্থার চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করেন কর্মকর্তা-কর্মচারীরা। কোনো অফিসেই কাজকর্ম হয়নি। গ্রাহকরা সেবা নিতে পারেননি। সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা।