বৃহস্পতিবার, অক্টোবর ৯

অনুমান নির্ভর বা আন্দাজে কথা বলা গুরুতর অপরাধ

অনুমান নির্ভর বা আন্দাজে কথা বলা আমাদের সমাজে অনেকের মধ্যে একটি সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে, যা সমাজের অশান্তির বড় একটি কারণ। অনেক সময় তথ্যের অভাব বা পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা না থাকা সত্ত্বেও আমাদের মধ্যে অনেকে মন্তব্য করেন বা পরামর্শ দিয়ে থাকেন। যদিও এটি স্বাভাবিক বলে মনে হয়, এর পেছনে লুকিয়ে থাকে বড় ধরনের ভুল বোঝাবুঝি বা সমস্যার সম্ভাবনা।

অনুমান নির্ভর কথা অনেক সময় মিথ্যা ও উদ্দেশ্যমূলক হয়ে থাকে। এটা একটা ভয়াবহ অপরাধ। কারও প্রতি খারাপ ধারণা করা, কারও পেছনে লেগে থাকা, দোষ খোঁজা ও বিদ্বেষ পোষণ করার মতো ব্যাধিগুলো সামাজিক অশান্তির কারণ।

রাসুলুল্লাহ (সা.) ভিত্তিহীন ধারণা-অনুমান সম্পর্কে সতর্ক করেছেন। ধারণাবশত মানুষ যেসব কাজ করে বসে, তা থেকেও বিরত থাকতে বলেছেন।
পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘হে ঈমানদাগণ, বেশী ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো, কারণ কোনো কোনো ধারণা ও অনুমান গোনাহ৷ দোষ অন্বেষণ করো না৷ আর তোমাদের কেউ যেন কারো গীবত না করে৷ এমন কেউ কি তোমাদের মধ্যে আছে, যে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? দেখো, তা খেতে তোমাদের ঘৃণা হয়৷ আল্লাহকে ভয় করো৷ আল্লাহ অধিক পরিমাণে তাওবা কবুলকারী এবং দয়ালু৷ (সূরা হুজরাতঃ ১২)

রাসুল (সা.) ইরশাদ করেন, ‘অনুমান করা সম্পর্কে তোমরা সাবধান হও। কারণ অলীক ধারণা পোষণ সবচেয়ে বড় মিথ্যা। তোমরা পরস্পরের দোষ অন্বেষণ করো না, ঝগড়া-বিবাদ করো না, অসাক্ষাতে দোষচর্চা করো না, হিংসা ও ঘৃণা-বিদ্বেষ পোষণ করো না। আল্লাহর বান্দারা, সবাই ভাই ভাই হয়ে যাও। (সহিহ বুখারি, হাদিস : ৬০)

রাসূল (সাঃ) বলেছেন,
“তোমরা ধারণা- অনুমান থেকে বেঁচে থাক, কারণ ধারণা- অনুমান সর্বাপেক্ষা মিথ্যা কথা।
(বুখারী হা/৬০৬৬,৬৭২৪)

আবার প্রমাণ ছাড়া কুধারণা থেকেও বাঁচতে বলেছেন। এই ভারসাম্যপূর্ণ নির্দেশনাই ইসলামী শরীয়তের শিক্ষা।

অনুমান নির্ভর বা আন্দাজে কথা বলা গুরুতর অপরাধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *