
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
অধ্যাপিকা নাহরিন আই খান টকশোতে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারির নামে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও জেলা সদর-কামারখন্দ আসনের এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। নাহরিন আই খান ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন জাহিদুল।
সোমবার (২৭ অক্টোবর) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এই নিন্দা জ্ঞাপন করেন। মিছিলটি শহরের দরগা পট্টি থেকে শুরু হয়ে এস এস রোড বাজার স্টেশন পৌরসভা রোড হয়ে দরগাপুটিতে এসে এক সমাবেশে পরিণত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। তিনি তার বক্তৃতায় বলেন, একজন অধ্যাপিকা হয়ে আমার বিরুদ্ধে টকশোতে মিথ্যা বানোয়াট খবর প্রচার করার জন্য নিন্দা জানাচ্ছি এবং ২৪ ঘন্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।
অধ্যাপিকা নাহরিন আই খান টকশোতে বলেন, “সিরাজগঞ্জের জামায়াতের সেক্রেটারি বলেছেন, আওয়ামী লীগের যারা পলাতক কর্মী রয়েছেন তাদের স্ত্রীদের প্রতি আমাদের একটা হক আছে।” এই মিথ্যা কথার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে স্লোগান দেওয়া হয় এবং তার শাস্তির দাবি করা হয়।
অধ্যাপক জাহিদুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এরকম মিথ্যাবাদীদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনে মামলা করা হবে। সকল নেতাকর্মীকে আগামী দিনের যেকোনো কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে শেষ সমাপ্ত ঘোষণা করেন।
