
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
বিচার ব্যবস্থাকে আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি লাঘবে মানিকগঞ্জ ও বান্দরবানসহ দেশের আটটি জেলায় ডিজিটাল জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন। এর ফলে এখন থেকে আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে কারাগার থেকে মুক্তি দিতে মাত্র এক ঘণ্টা সময় লাগবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, আগে একজন আসামিকে জামিন পেতে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো, যা ছিল অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতো এবং মুক্তি পেতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। এখন অনলাইন প্রক্রিয়া চালু হওয়ায় প্রতিটি ধাপের রেকর্ড ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে এবং কে কখন স্বাক্ষর করছেন তা সহজেই তদারকি করা যাবে। ফলে কোনো কর্মকর্তা চাইলেও এই প্রক্রিয়াকে আর দীর্ঘায়িত করতে পারবেন না।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যম ব্যবহারের এই উদ্যোগ বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও অর্থ সাশ্রয় করবে।
উল্লেখ্য, এর আগে প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়ে সফলভাবে চলছে। সেই ধারাবাহিকতায় আজ থেকে দ্বিতীয় ধাপে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর—এই আট জেলায় ই-বেইলবন্ড সেবা চালু হলো।
