রবিবার, জুলাই ২৭

৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’

কবে মুক্তি পাচ্ছে শাকিব খানের দরদ সিনেমাটি- এমন প্রশ্ন অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল শাকিবিয়ানদের মনে। যদিও ছবি নির্মাণের শুরুতেই পরিচালক অনন্য মামুন ঘোষণা দিয়েছিলেন, চলতি বছরের ভালোবাসা দিবসেই মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু নতুন বছরের শুরুতেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়ে অনন্য মামুন যুক্তি দেখিয়ে বলেছিলেন, টেকনিক্যাল সমস্যার কারণে পিছিয়ে যাচ্ছে দরদ ছবিটির মুক্তি। ভালোবাসা দিবসের পর গত দুই ঈদে শাকিব খানের দুই ছবি মুক্তির কারণে আরেক দফা পিছিয়ে যায় দরদ।

তবে কোরবানি ঈদে শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি মুক্তি না পেলেও শেষ পর্যন্ত প্রকাশ পায় এর টিজার। সেখানে শাকিবের দেখা মেলে দুই রূপে। দেড় মিনিটের ওই টিজারে শাকিব কখনো একজন নিরিবিলি স্বভাবের তরুণ। কখনো আবার খুনি রূপে হাজির হয়েছেন।

কয়েকদিন আগে নির্মাতার পক্ষ থেকে জানানো হয়, সেপ্টেম্বরেই আসছে বহুল আলোচিত সিনেমাটি। কিন্তু দিন-তারিখ জানানো হয়নি। অবশেষে এর মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে আগামী ৬ সেপ্টেম্বর। আর চলতি মাস থেকেই শুরু হচ্ছে ‘দরদ’-এর প্রচার-প্রচারণা- এমনটাই জানালেন সিনেমার নির্মাতা অনন্য মামুন।

সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। ইতোমধ্যেই সিনেমার টিজার ও লুক প্রকাশ হয়েছে এবং দুই বাংলার সিনেমাপ্রেমীদের নজরও কেড়েছে। সোমবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ‘দরদ’-এর নতুন আরও একটি টিজার।

ছবিটি নিয়ে সোমবার নির্মাতা অনন্য মামুন বলেন, আজ থেকে ‘দরদ’ সিনেমার প্রচারণা শুরু হচ্ছে নতুন একটি টিজার প্রকাশের মধ্যদিয়ে। বাংলাদেশের পাশাপাশি বিশ্ববাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যে বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শক ধরার টার্গেট আছে।

শাকিব খান ছাড়াও ‘দরদ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলা ভাষার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে।

প্রসঙ্গত, গত বছরের কোরবানির ঈদে মুক্তি পায় শাকিবের ‘প্রিয়তমা’; যেখানে নায়িকা হয়েছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এবার রোজার ঈদে মুক্তি পাওয়া এই সুপারস্টারের ‘রাজকুমার’-এর নায়িকা ছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। তবে এ সিনেমা তেমন ব্যবসা করতে পারেনি বলে জানিয়েছিলেন হল মালিকরা। সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমা সুপার হিট হয়েছে। রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমায় শাকিবের দুই নায়িকার একজন কলকাতার মিমি চক্রবর্তী এবং আরেকজন ঢাকার মাসুমা রহমান নাবিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *