বুধবার, মার্চ ১২

৬ মাসের মধ্যেই মিলবে ক্যানসারের ভ্যাকসিন

|| স্বাস্থ্য ডেস্ক ||

আগামী ছয় মাসের মধ্যে ভারতের বাজারে আসছে মারণব্যাধি ক্যানসারের ভ্যাকসিন। তবে শুধু মেয়েদের স্তন, মুখমণ্ডল এবং ঘাড়ের ক্যানসারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে এই ভ্যাকসিন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের কাছে এমনটাই দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় সারকারের স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) প্রতাপরাও যাদব। সাংবাদ সম্মেলনে তিনি জানান, নয় থেকে ষোলো বছর বয়সি মেয়েরা এই টিকা নিতে পারবে।

‘মহিলাদের ক্যানসারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে এবং বর্তমানে ট্রায়াল চলছে’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, বিষয়টি নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার। ৩০ বছরের বেশি বয়সি মহিলাদের হাসপাতালে স্ক্রিনিং করা হবে এবং রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে-কেয়ার ক্যানসার সেন্টার স্থাপন করা হবে। একই কারণে সরকার ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের শুল্ক মওকুফ করেছে।’

তিনি বলেন, এটা দেশের বাজারে আসবে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে। নয় থেকে ষোলো বছর বয়সি মেয়েরা এই ভ্যাকসিন নিতে পারবে। স্তন, মুখমণ্ডল এবং গ্রীবার ক্যানসারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে এই ভ্যাকসিন, বলেন মন্ত্রী।

সূত্র : সংবাদ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *