বুধবার, নভেম্বর ২৬

৩৫ বছরে পদার্পণে বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। ৩৪ বছর পূর্ণ করে বিশ্ববিদ্যালয়টি ৩৫ বছরে পদার্পণ করায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। প্রথম উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম রহমানের নেতৃত্বে বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, নাগরিক সমাজ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

শোভাযাত্রা শেষে শান্তির প্রতীক পায়রা, ফেস্টুন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম রহমান।

সভায় বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংগ্রাম ও আন্দোলনের ফসল খুলনা বিশ্ববিদ্যালয় আজ দেশের উচ্চশিক্ষায় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের অবদান স্মরণ করেন তারা। বক্তারা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। বর্তমান প্রশাসনের উদ্যোগে ‘কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’ ও ‘টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ’ চালু হওয়ায় শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন ত্বরান্বিত হয়েছে।

অনুষ্ঠানে স্মরণিকার মোড়ক উন্মোচন এবং কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থী, সংগঠন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকারী শিক্ষকবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়। পরে কেক কেটে দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এ ছাড়া অদম্য বাংলা প্লাজায় বিভাগ ও ডিসিপ্লিনসমূহ গত বছরের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা প্রদর্শন করে। বাদ যোহর দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং পুরো ক্যাম্পাস আলোকসজ্জায় সাজানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *