সোমবার, ডিসেম্বর ২৯

২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান মনোনয়নপত্র দাখিল করেনছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) রৌমারী উপজেলা নির্বাচন কমিশন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নিবার্হী অফিসার মোঃ আলাউদ্দিনের নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম -৪ আসন মূলত তিনটি উপজেলা নিয়ে (রৌমারী, চিলমারী ও রাজীবপুর) গঠিত। বিএনপির মনোনীত প্রার্থী রৌমারী উপজেলার ভোটার হওয়ায় রৌমারী উপজেলা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন তিন উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ। রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোকলেছুর রহমান, সদস্য সচিব আব্দুল হাই, চিলমারী উপজেলা বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সাহেব আলী, উপজেলা বিএনপির সদস্য শামসুদ্দিন, বদরুল আলম, শাহজাহান আলী বাবুল মন্ডল, আয়নাল, সাংবাদিক ও উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বুলু, বিএনপির লাল মিয়া (সাবেক মেম্বার), নাজমুলসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বিশেষকরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার উপর যে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন আমি অত্যন্ত খুশি ও আনন্দিত। আমার নির্বাচনী আসন কুড়িগ্রাম -৪ এর তিনটি উপজেলার বিএনপির নেতাকর্মী তথা আপামর জনসাধারণ অত্যন্ত খুশি ও আনন্দিত। তারা যেভাবে আমাকে সঙ্গে নিয়ে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি ও সহযোগীতা করতেছেন। আমি বিশ্বাস করি ধানের শীষের বিজয় হবে। ইনশাআল্লাহ।

তিনি গুরুত্বারোপ করে আরো বলেন, বিজয়ী হলে আমার নির্বাচনী আসনের জনসাধারণের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করব, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, নদীভাঙ্গন রোধ ও যোগাযোগ উন্নয়নে কাজ করব। বিশেষ করে চিলমারী টু রৌমারী যোগাযোগের বাধা ব্রহ্মপুত্র নদ, নদের উপর সেতু নির্মাণের উপর গুরুত্বারোপ করেন তিনি। বক্তব্যের শেষে তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *