
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
দীর্ঘ ২২ বছর পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি।
এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগজুড়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। আজকের এই জনসভা থেকে বিএনপি চেয়ারম্যান ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষে সরাসরি ভোট প্রার্থনা করবেন। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। দীর্ঘ বিরতির পর ময়মনসিংহ আগমন উপলক্ষে তারেক রহমান আগামী দিনের পথচলায় দলকে বিজয়ী করতে নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে জনসভাকে সফল করতে গত কয়েকদিন ধরেই ময়মনসিংহে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, বিভাগের চার জেলা ছাড়াও মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং প্রতিটি উপজেলার নেতাদের সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে। নেতা-কর্মীদের সমাবেশস্থলে সুশৃঙ্খলভাবে উপস্থিত হওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশস্থল ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে রূপ নেবে—এমনটি মাথায় রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এলইডি স্ক্রিন স্থাপনের কাজ চলছে, যাতে মূল মাঠের বাইরে থাকা মানুষও অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন। এছাড়া সমাবেশে নারী সমর্থকদের উপস্থিতির জন্য আলাদা বসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহ শহরের প্রবেশপথগুলোতে তোরণ নির্মাণ করা হয়েছে এবং পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। স্থানীয় বিএনপি নেতারা আশা করছেন, এই জনসভার মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে ময়মনসিংহে ধানের শীষের পক্ষে এক বিশাল গণজোয়ারের সৃষ্টি হবে। নিরাপত্তাসহ আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পন্ন করে এখন কেবল বিএনপি চেয়ারম্যানের আগমনের অপেক্ষা করছেন ময়মনসিংহের মানুষ।
