বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬

“হে প্রকৃতি”_কবিতা

হে প্রকৃতি–
তোমার উৎকর্ষতায় হারিয়ে যায় হিয়া,
বিমর্ষতায় অদৃশ্য হয় চিরচেনা প্রিয়া।
কিন্তু কেন এমন করো হে প্রকৃতি?
রুদ্রশ্বাসে করি মোর কবিতা আবৃত্তি।

হে প্রকৃতি —
তোমার বহ্নিজ্বালা থেকে লিখি কবিতা,
দীন মনির কড়া শাসনে তুমি হও শুষ্ক আদ্রতা।
মৃত্তিকা হয়ে উঠে জলন্ত বারুদ চৌচির,
দরদর ঘাম ঝরে পরিবেশ যেন অস্থির।

হে প্রকৃতি—
শ্যামল সবুজ সারল্য ভূমিতে লাগে বাও,
অথৈ পানির প্রলেপে জুড়াও মোদের গাও।
দিগন্ত থেকে ছুটে আসে ভেজা বাতাস,
কদম্ব, কেয়া, গন্ধরাজ, হাসনাহেনা ছুঁয়ে যায় একরাশ।

হে প্রকৃতি—-
তুমি রুপ বৈচিত্র ও ঐশ্বর্যের রানী,
আলো আঁধারের লুকোচুরি হয় জানি।
কাঁশফুলের শুভ্রতায় তোমার শান্তির পরশ,
শিউলি ফুলের দোলায় উড়ে চিল পাখি আর সারস।

হে প্রকৃতি —
তুমি ঘোমটা মুখে উপস্থিত হও বিস্তীর্ণ মাঠে,
রাশি রাশি সোনা ধান ভরে গৃহস্থের তটে।
অন্তহীন কর্মব্যস্ততায় চলে নবান্ন উৎসব,
গুল্মলতার বাড়ন্ত ডগার হয় পারষ্পরিক প্রেম অনুভব।

হে প্রকৃতি—
তোমার সুখময় স্পর্শে জেগে উঠে কিশলয়,
ময়ূর ময়ূরীর নৃত্যে জাগে সবুজ শ্যামলয়।
কলকাকলীতে ভরে প্রণয় প্রীতি,
অরণ্যে ভাসে কোকিলের কুহুগীতি।

হে প্রকৃতি —-
কেন তোমার ছন্দময় রুপ আর গন্ধ,
বিষে কেন মন হৃদয়ে উঠে ভালো আর মন্দ।
কবি আমি, ভাবুক আমি, থাকি নিয়ে তোমায়,
কেন হই পুলকিত, ভারাক্রান্ত তোমার দাবানল থাবায়।

নীরব প্রকৃতির মুখে উঠে এলো মুঠো মুঠো প্রত্যুত্তর,
বৈচিত্র্যতার ধর্মে আকৃষ্ট যে মোর অন্তর।
শুধু কর্কশের সুরে দেখে আমায় সবে,
আমারো আছে লাবণ্যতার হাসি আর রাক্ষুসী বাঁশি
এই মায়াময় ভবে।

হে প্রকৃতি—-
আবারো সুধাই তোমায়, হতে পারবে কি নিরবচ্ছিন্ন শান্তি,
লিখবো কবিতা আলোর ছটায় হটিয়ে সকল ভ্রান্তি।
তোমার তথ্য উপাত্ত সংগ্রহে কলম চলে নিরবধি,
থাকি পড়ে কাব্য আঙিনায় হাসি আর কাঁদি।

মৃদু হেসে প্রকৃতি শোধালো মোরে,
সকাল থাকে কি প্রতিক্ষণে,
আঁধার নামলে পাখি ছোটে বনে বনে।
সুখ আর দুঃখ যেন একই বৃত্তে দু’টি ফুল,
আলো আঁধারের খেলাসম দু’নদীর কুল।
আমি প্রকৃতি, আছে যেমন বর্ণিল সাজ,
খোলস পাল্টানোই মোর কাজ।
তাই দুঃখ করোনা হে প্রিয় কবি–
প্রকৃতির আকাশেও উঠে – সুখ আর দুঃখের রবি।

হে প্রকৃতি–
তুমি সত্যি বর্ণিল, তুমি সত্যি স্বপ্নীল, আমি যে স্বপ্নচিল।
হতে চাই আমি প্রকৃতির পরম আত্মীয়,
তোমার আতিথেয়তায় ব্যাকুল আমি
তুমি মোর কবিতা লেখার শ্রেষ্ঠ উপাত্মীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *