
|| নিজস্ব প্রতিবেদক ||
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহসড়কে তাদের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে দুর্ঘটনা কবলিত গাড়িতে হাসনাত ও সারজিস কেউ ছিলেন না।
ওইদি রাতে এ বিষয়ে ফেসবুকে নিজেদের ফেরিফায়েড আইডিতে স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তারা পোস্টে লেখেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো, শহীদেরা মরে না।’
এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাচেষ্টা, তা নিয়ে নানা ধরণের আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে।
এ ঘটনায় চট্টগ্রামের লোহাগারা থানায় একটি জিডিও করা হয়েছে।
লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি। তিনি জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে।
জানা গেছে, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।