শুক্রবার, জানুয়ারি ৩

হাদীস বিভাগের সদ্য সাবেক সভাপতি ড. ইকবালের মৃত্যুতে থিওলজী অনুষদের ডিনের শোক

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সদ্য সাবেক সভাপতি, বিভাগটির প্রথম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ও প্রফেসর ড. আ. ন. ম. ইকবাল হোসাইনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফি।

শনিবার (৪ মে) এক বিবৃতিতে তিনি বলেন, আ. ন. ম. ইকবাল হোসাইন অত্যন্ত মেধাবী, প্রথিতযশা আলেমেদ্বীন, আল্লাহভীরু এবং সমুন্নত ব্যক্তিত্বের অধিকারী ও অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন। সে সর্বদা দ্বীনের খেদমতে নিজেকে আঞ্জাম দিয়ে গেছেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

প্রফেসর ড. আ. ন. ম. ইকবাল হোসাইন দীর্ঘদিন ধরে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকাস্থ আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গতরাত (৪ মে) আড়াইটায় তিনি ইহকালীন জীবন রেখে পরকালীন জীবনে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহ তাআলা ইকবাল হোসাইনের জীবনের সকল গোনাহ মাফ করে দিন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে স্থান দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *