
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের হরিরামপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব বাহিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে বাহিরচর পূর্বপাড়া গ্রামের মো. রহিমের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই সেই আগুন প্রতিবেশী মো. রশিদের বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় রশিদের ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করে। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও রশিদের টিনের ঘর এবং ভেতরে থাকা আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রতিবেশী মো. শামসুল ইসলাম জানান, রান্নাঘরের চুলা থেকে লাগা আগুন সিলিন্ডার বিস্ফোরণের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে রশিদের থাকার ঘরটি চোখের পলকেই নিঃশেষ হয়ে গেছে। ঘরের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই একটি টিনের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অনুযায়ী, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
