![হত্যা মামলার আসামী যুবলীগ নেতা আলহাজ শেখ গ্রেপ্তার](https://alokitodoinik.com/wp-content/uploads/2025/01/alhaj_20250108_50005-1024x571.jpg)
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||
বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আলোকিত দৈনিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন।
ওসি মঈনুদ্দীন বলেন, যুবলীগ নেতা আলহাজের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন।
আলহাজ শেখ তার নিজ বাড়িতেই আত্মগোপনে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার তিন ঘণ্টার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।