রবিবার, জানুয়ারি ২৫

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

যুগাচার্চ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনাস্থ বিবেকানন্দ শিশু বিদ্যানিকেতনের উদ্যোগে শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

খুলনা রামকৃষ্ণ সেবাশ্রমে পরম পূজ্যপাদ স্বামী ধম্মার্নন্দজী মহারাজের উদ্যোগে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে বিদ্যানিকেতনের সকল শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এতে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার (ভারপ্রাপ্ত) শ্রী চন্দ্রজিৎ মুখার্জী। তিনি কোমলমতি শিশুদের হাতে শীতকালীন উপহার সামগ্রী তুলে দেন এবং পরে শিশু, অভিভাবক ও শিক্ষিকাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই আয়োজনের মাধ্যমে শিশুরা যে আনন্দ পেয়েছে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। নতুন বছর সবার জীবনে আনন্দ বয়ে আনুক এই কামনা করেন তিনি। শিশুদের উদ্দেশে তিনি বলেন, তোমরা একদিন মানুষের মতো মানুষ হবে, বাবা-মায়ের কথা শুনবে, তাহলেই আজকের আয়োজন সার্থক হবে। তিনি দিনটিকে স্মরণীয় বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীশ্রী কালীবাড়ি কয়লাঘাটার সাধারণ সম্পাদক শ্রী দীপক দত্ত এবং শ্রীশ্রী কয়লাঘাটা কালীবাড়ির যুগ্ম সম্পাদক ও রামকৃষ্ণ সেবাশ্রমের সদস্য শ্রী মনোজ কান্তি দাস পল্টু।

উল্লেখ্য, সাময়িক বন্ধ থাকার পর ২০২৫ শিক্ষাবর্ষ থেকে বিবেকানন্দ শিশু বিদ্যানিকেতন পুনরায় কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটি জাতি-ধর্ম নির্বিশেষে সকল শ্রেণির শিশুদের শিক্ষা প্রদান করে থাকে এবং গরিব শিশুদের পড়াশোনার বিশেষ সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে বিদ্যানিকেতনের সকল শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী ধম্মার্নন্দজী মহারাজ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *