শনিবার, ডিসেম্বর ২৭

সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা ও নিরপেক্ষতার অঙ্গীকার: ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা

|| নিজস্ব প্রতিবেদক ||

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভোলায় নির্বাচনী প্রচারণামূলক বিশেষ যান ‘ভোটের গাড়ি ক্যারাভান’-এর আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হলো জনগণের রায় প্রতিফলিত হয় এমন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।

​উদ্বোধনী অনুষ্ঠানে মো. তৌহিদ হোসেন দেশের বিগত নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে বলেন, ২০০৮ সালের পর থেকে বাংলাদেশে প্রকৃতপক্ষে কোনো গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সকল রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। উপদেষ্টা আরও উল্লেখ করেন, বর্তমান সরকার কোনো নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে না, বরং একটি ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থাকে পুনর্গঠন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়াই তাদের প্রধান উদ্দেশ্য।

​বক্তব্যে তিনি বলেন, একদম তলানিতে চলে যাওয়া দেশকে টেনে তোলার কঠিন দায়িত্ব পালন করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এবারের নির্বাচনে সাধারণ মানুষ কোনো ভয়ভীতি ছাড়াই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে তিনি নিশ্চয়তা প্রদান করেন। জনগণের সরাসরি ভোটে যারা নির্বাচিত হবে, তাদের কাছেই অত্যন্ত স্বচ্ছতার সাথে দায়িত্ব হস্তান্তর করা হবে। নিরপেক্ষতার প্রশ্নে এই সরকার আপসহীন থাকবে বলেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

​অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ‘ভোটের গাড়ি ক্যারাভান’ উদ্বোধনের মাধ্যমে সাধারণ ভোটারদের সচেতনতা বৃদ্ধির এই কার্যক্রম স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *