
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
বুধবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় শহরের ডব্লিউ এফ চাইনিজ রেস্টুরেন্টে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা জিয়াউল হক মাওলানা জিয়াউল হক।
প্রধান অতিথি তার বক্তৃতায় কামরুল ইসলাম বলেন, স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে আমাদেরকে নৈতিক চরিত্রবান হতে হবে এবং দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, রমজানের সঠিক হক আদায় করতে হবে, সকল দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে কাজ করতে হবে। সকল ইসলামী দলের ঐক্যমত কামনা করে এবং দোয়া করে আলোচনা শেষ করেন।