রবিবার, আগস্ট ২৪

সিরাজগঞ্জে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে বকনাবাছুর বিতরণ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||

সিরাজগঞ্জ সদর উপজেলার  মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে বিশেষ বরাদ্দ বিনামূল্যে প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের দারিদ্র্য  বিমোচনে জন্য ৪ জন প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে গাভী বকনাবাছুর বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকা এর অর্থায়নে এবং মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা সিরাজগঞ্জ এর বাস্তবায়নে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বুধবার (১৯ মার্চ ) বেলা ১২ টার দিকে সদর উপজেলার  মহিলা উন্নয়ন সংস্থার অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্মদ সফি। 
এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মল্লিকা  মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিরীন ফেরদৌসি (সুমি) এবং তিনি বকনা বাছুর বিতরণ কার্যক্রমের সার্বিক দায়িত্ব ছিলেন।  এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, আপনারা এই বকনা বাছুর গরু আপনাদের  বাড়িতে নিয়ে গিয়ে খুব যত্ন সহকারে লালন-পালন করবেন বড় করবেন, চিকিৎসা সেবা দিবেন, তাদের ঘাস সহ অন্যান্য গো-খাদ্য খাওয়াবেন এভাবে বকনা বাছুর গাভী হবে তাদের বাছুর হবে দুধ দিবে এতে আপনার পরিবার লাভবান হবে উন্নতি হবে, ইনশাআল্লাহ।

উক্ত বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের এ আই (টেকনিশিয়ান) মোঃ শহিদুল ইসলাম, বিজয় মহিলা উন্নয়ন সংস্থা সিরাজগঞ্জের সভানেত্রী পলি খাতুন,  মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী আরশাদ হোসেনসহ অন্যান্যরা। সুবিধা ভোগীরা বিনামূল্যে বকনা বাছুর গরু পেয়ে খুশি হয়ে বাড়ি ফেরেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *