বৃহস্পতিবার, নভেম্বর ১৩

সিইউসির উদ্যোগে খুলনায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ বিতরণ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (C.U.C)’। সংগঠনটির উদ্যোগে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) খুলনার ৬১ সাউথ সেন্ট্রাল রোড, নার্গিস মেমোরিয়াল হাসপাতাল প্রাঙ্গণে অবস্থিত সিইউসি স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউসির সভাপতি জনাব মো. শাহিন হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউসির প্রধান উপদেষ্টা ডা. কাজী আরিফ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে যোগ দেন আমেরিকা প্রবাসী কাজী আসিফ উদ্দিন আহমেদ, সিইউসির উপদেষ্টা মাওলানা ডি. এম. নুরুল ইসলাম, সহ-সভাপতি জনাব শহিদুল্লাহ শহীদ, কোষাধ্যক্ষ মীমা আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারীমা আক্তার, সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাহিদ হোসেন মিরাজ, এবং শিক্ষকবৃন্দ ঝরনা বেগম, মুফতি সাজিদুর রহমান, আকলিমা বেগম, হালিমা বেগম, মো. শুভ ইসলাম, মো. মামুনুর রশিদ, মুক্তা আক্তার, মো. ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজ পরিবর্তনের অন্যতম অনুপ্রেরণাদায়ক পদক্ষেপ। সিইউসির এই উদ্যোগ অন্য সংগঠনগুলোর জন্যও উদাহরণ হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মেধার বিকাশ, উন্নত শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন সিইউসির উপদেষ্টা ও নেছারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ডি. এম. নুরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *