
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
‘মাছের উৎপাদন বৃদ্ধি করি সুখি সমৃদ্ধ দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় সিংগাইর উপজেলার চান্দহর নদীতে মানিকগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমানের উদ্যোগে এই মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় জাহিদুর রহমান বলেন, আমরা সবাই মিলে যদি দেশের উন্নয়নে কাজ করি, তাহলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। খাদ্যে সমৃদ্ধশালী এবং স্বনির্ভর হবে এ দেশ।
তিনি আরও বলেন, আপনারা জানেন যে, গত বছর প্রায় ৫০ লক্ষ টন মাছ উৎপাদন হয়েছে বাংলাদেশে। এবং সারা পৃথিবীতে মিঠা পানির মাছ উৎপাদনকারী দেশের মধ্যে ২য় অবস্থানে রয়েছে আমাদের দেশ। গত বছর ৪শত কোটি টাকার মিঠা পানির মাছ বিদেশে রফতারি করা হয়েছে, ফলে বাংলাদেশ এই মাছ চাষ ক্ষেত্রে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে।