
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
বিএনপি’র চেয়ারপারসন ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাব শোক পালন করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাবের হলরুমে জরুরী বৈঠক ডেকে সকল সদস্যদের সাথে নিয়ে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। এসময় তার বর্নাঢ্য জীবনী উপস্থাপন করা হয়। পরে প্রেসক্লাবের সকল সদস্যরা তার রুহের মাগফেরাত কামনায় দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
এসময় বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ন মালাকার, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক এম এ মুসা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, কোষাধ্যক্ষ সবুজ সরকার, সমাজকল্যাণ সম্পাদক এস এম ফারুক সরকার, সদস্য খন্দকার মোহাম্মদ আলী বাবু, রুহুল আমিন, টুটুল শেখ, সেরাজুল ইসলাম, আল আমিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
