
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি পরিবার। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন শোকবার্তা দিয়েছেন।
এক শোকবার্তায় লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তাঁরা উল্লেখ করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম খালেদা জিয়া আজীবন আপসহীনভাবে সংগ্রাম করে গেছেন। ১৯৯১ সাল থেকে তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রী কেবল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীই নন, বরং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান হিসেবেও ইতিহাসের অংশ হয়ে থাকবেন। লিডিং ইউনিভার্সিটি পরিবার তাঁর এই অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করছে।
