বৃহস্পতিবার, অক্টোবর ১৬

সাজিদ হত্যার বিচারে দীর্ঘসূত্রিতা

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচারে দীর্ঘসূত্রিতার ঘটনায় প্রশাসনকে ধিক্কার জানিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। বুধবার তারা ক্যাম্পাসের বটতলায় একটি প্রতিবাদী সাইনবোর্ড স্থাপন করেছেন। এতে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকে কত দিন পার হচ্ছে তা গণনা করা হবে। ক্ষণ গণনার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কার বিষয়ও প্রকাশ পেয়েছে বোর্ডটিতে। বোর্ডে লেখা রয়েছে, ‘সাবধান! সাজিদ হত্যার ৯০তম দিন, এরপর কি আমি?’ এছাড়া জাস্টিস ফর সাজিদ হ্যাশট্যাগের মাধ্যমে প্রশাসনের প্রতি দ্রুত সাজিদ হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এই নীরব প্রতিবাদী বোর্ড স্থাপনের বিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী ইসতিয়াক ফেরদৌস ইমন বলেন, সাজিদ হত্যার বিচার বিলম্বিত হওয়ায় আমরা শিক্ষার্থীরা বোর্ডটি স্থাপন করেছি। এই বোর্ডের মাধ্যমে আমরা প্রশাসনের নিষ্ক্রিয়তা, বিচার বিলম্ব ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার বিষয়টি সবার সামনে তুলে ধরতে চায়।

উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী বোরহান কবির বলেন, সাজিদের মৃত্যুর ৯০ দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। উল্টো সাজিদ হত্যার ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে। তাই সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে এটি স্থাপন করেছে।

শিক্ষার্থীদের এই কর্মসূচিতে ক্যাম্পাসের রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরাও একাত্মতা পোষণ করেন। তারা প্রশাসনের দায়বদ্ধতা ও তৎপরতার প্রশ্ন তুলে দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের দাবি জানান। এছাড়া বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোকে একজোট থাকারও আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *