
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক থানা মাঠে থানা ও সদর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এম আকবর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
থানা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক জহুরুল ইসলামের পরিচালনায় থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উল্লাপাড়া শিক্ষানগরীর রুপকার, সৎ নীতি আদর্শবান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি, ৬৫সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলী।
এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল সরকার। সলঙ্গা থানা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব দেলোয়ার হোসেন খাঁন, থানা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম হোসেন, সদস্য কে এম শহিদুল ইসলাম মজনু, সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স.ম ইকবাল বাহার জালাল, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন, সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ফরিদুল ইসলাম ফরিদ, কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাবলু মিয়াসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল- সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।
