শনিবার, মার্চ ১৫

সকাল সন্ধ্যার যে দোয়ায় আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতের জিম্মাদার হন

|| ধর্ম ডেস্ক ||

হযরত আবু দারদা (রা.) বলেছেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় এই দোয়া ৭ বার পাঠ করবে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের জিম্মাদার হবেন। দোয়াটি হলো—

حَسْبِيَ اللهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّـلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ

উচ্চারণ : হাসবিয়াল্লাহু লা-ইলা’হা, ইল্লা’ হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল-আ’রশির আজীম।

অর্থ : আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তাঁর উপরেই আমি ভরসা করি, আর তিনি মহান আরশের অধিপতি।

(সূরা তওবা, আয়াত : ১২৯; সুনানে আবু দাউদ, হাদিস : ৫০৮১)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *