
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
রাষ্ট্রীয় শোক দিবস ও সরকার ঘোষিত সাধারণ ছুটি অমান্যের অভিযোগ তুলে খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালার অপসারণ দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন কর্মচারীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে খুলনা ওয়াসা ভবনের সব দপ্তরের কার্যক্রম বন্ধ রেখে প্রধান ফটকের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে ওয়াসা কর্মচারী ইউনিয়ন ও শ্রমিকরা।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শ্রমিক-কর্মচারীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত দেখা যায়নি।
কর্মচারী ইউনিয়নের নেতাদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং এর অংশ হিসেবে বুধবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে সেই নির্দেশ উপেক্ষা করে খুলনা ওয়াসা ভবন খোলা রাখা হয়।
তারা আরও অভিযোগ করেন, ওই দিন উপ-ব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালা সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেন এবং তিনি নিজেসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ কিংবা জাতীয় পতাকা অর্ধনমিত রাখেননি। পাশাপাশি গোপনে নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিচালনার অভিযোগও তোলা হয়। এমনকি জানাজা চলাকালে অফিসে ভোজের আয়োজন করা হয় বলেও দাবি করেন তারা।
বুধবারের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে খুলনা ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কর্মচারী ইউনিয়নের সভাপতি কবির হোসেন। বক্তব্য দেন সাধারণ সম্পাদক জিএম আ. গফ্ফার, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, দুলাল উদ্দিন খান ও মুকুল হোসেন।
শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সদস্য সচিব মুকুল হোসেন বলেন, রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির ঘোষণা অমান্য করে অফিস চালু রাখা অত্যন্ত দুঃখজনক। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঝুমুর বালার অপসারণ দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, খুলনা ওয়াসায় দুর্নীতি, অবৈধ নিয়োগ ও পক্ষপাতমূলক পদোন্নতির সংস্কৃতি চালু রয়েছে। সাংবাদিকদের হয়রানি ও তথ্য সংগ্রহে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, সরকারি নির্দেশ অমান্য করে শোকের দিনে অফিস খোলা রাখা ও নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ অত্যন্ত গুরুতর। এসব কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণ জরুরি।
এদিকে বিক্ষোভের খবর পেয়ে অনেক কর্মকর্তাই বৃহস্পতিবার অফিসে যাননি। অভিযুক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালাও এদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
খুলনা ওয়াসার সচিব মাহেরা নাজনীন জানান, বুধবার তিনি ছুটিতে থাকায় বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে ঢাকায় রয়েছেন, তিনি রবিবার অফিসে ফিরলে বিষয়টি অবহিত করা হবে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বলেন, বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
