
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
শেরপুর জেলার ঝিনাইগাতিতে জামায়াত নেতা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
শহরের দরগা পট্টিস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ এবং ছাত্রশিবিরের শহর শাখা সভাপতি শামীম রেজা প্রমুখ।
মিছিলটি সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দরগা পট্টিতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জামায়াত নেতাকে হত্যার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিলে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
