
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোট ১১টি দোকান পুড়ে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
২ এপ্রিল, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তিনি দেখতে পান, দাউদাউ করে আগুন জ্বলছে। প্রথমে কাঁচামালের একটি দোকানে আগুন লাগে এবং পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। মুহূর্তের মধ্যেই মুদি দোকান, জুতার দোকান, ভুষিমালের দোকান ও কাঁচামালের গোডাউনসহ মোট ১১টি দোকান পুড়ে যায়।
প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। পরে খবর পেয়ে রাজিবপুর এবং রৌমারী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু হানিফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে তাদের আনুমানিক ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি এবং ক্ষতি কাটিয়ে উঠতে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
এই ভয়াবহ অগ্নিকাণ্ড শিবেরডাঙ্গী বাজারের ব্যবসায়ীদের জন্য এক বড় ধাক্কা হয়ে এসেছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনরুদ্ধারের আশায় প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।