
|| নিজস্ব প্রতিবেদক ||
নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে পাঠ্যবই উৎসবের লক্ষ্য থাকলেও মাধ্যমিক স্তরের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে পুরো জানুয়ারি মাস লেগে যেতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। আজ রবিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অডিটোরিয়ামে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, পহেলা জানুয়ারি বই বিতরণ শুরু হলেও মাধ্যমিকের সব সেট বই বুঝিয়ে দিতে মাসজুড়ে সময় লাগবে, তবে এর চেয়ে বেশি দেরি হবে না।
শিক্ষা উপদেষ্টা জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্ভুল পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ। বিভিন্ন সংবাদপত্রের রিপোর্টের প্রেক্ষিতে প্রেসে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছে এবং কাজের সমন্বয় করতে হয়েছে। এ কারণেই মূলত ডিসেম্বরের প্রথম সপ্তাহে কাজ শেষ করা সম্ভব হয়নি। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন যোগ করেন যে, ১ জানুয়ারির মধ্যে প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ বই পৌঁছে যাবে এবং অবশিষ্ট বইগুলো জানুয়ারির মধ্যেই বিতরণ সম্পন্ন হবে।
এনসিটিবির তথ্য অনুযায়ী, এবার প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ২৯ কোটি ৮০ লাখ পাঠ্যবই ছাপানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও কারিগরি স্তরের জন্য ১৮ কোটি ৯ লাখেরও বেশি এবং প্রাথমিকের জন্য প্রায় ৮ কোটি ৫৯ লাখ বই রয়েছে। ২৫ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিকের প্রায় ১০ কোটি বই প্রস্তুত করা বাকি থাকলেও প্রাথমিকের সাড়ে ৮ কোটির বেশি বই ইতিমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সচিবগণ উপস্থিত ছিলেন।
