সোমবার, ডিসেম্বর ২২

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ ও গায়েবানা জানাজা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ ও গায়েবানা জানাজা পড়েছে ছাত্র-জনতা। বিক্ষোভ সমাবেশ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমা নামাজ শেষে আয়োজিত এই বিক্ষোভ ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-জনতা ‘ফ্যাসিবাদের কালো হাত গুঁড়িয়ে দাও’, ‘এই বাংলায় আওয়ামী লীগের ঠিকানা হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি’, ‘যুগে যুগে লড়ে যাবো’, ‘এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার’, ‘লীগ ধর জেলে ভর’- দিল্লি না ঢাকা, এমন সব নানা স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শুক্রবার বাদ জুমা মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে ৩৬ জুলাই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে মানিকগঞ্জ ইসলামি ছাত্রশিবির এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাত থেকেই রাজধানী উত্তাল হয়ে ওঠে। রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগ চলাকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। গুলিটি তার মাথায় লাগে। প্রথমে ঢাকায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানেই দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুকে কেন্দ্র করে মানিকগঞ্জ বর্তমানে উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *