
|| নিজস্ব প্রতিবেদক ||
১৪ ডিসেম্বর, জাতীয় জীবনের এক শোকাবহ দিন, শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে বাংলাদেশ পিপলস পার্টি।
দিবসটিতে জাতীর এই সূর্য সন্তানদের স্মরণ করে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান বলেন, “আজকের এই দিনে আমরা গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি সেইসব সূর্যসন্তানদের, যাঁরা তাঁদের মেধা, মনন ও প্রজ্ঞার আলোয় দেশকে আলোকিত করেছিলেন। কিন্তু স্বাধীনতার মাত্র দু’দিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা ঘৃণ্যতম পন্থায় তাঁদের হত্যা করে। এই ক্ষতি অপূরণীয়।”
দলের মহাসচিব মো. নুরুল হুদা বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির বিবেক। তাঁদের আদর্শ ও দেশপ্রেম আমাদের নিরন্তর প্রেরণা যোগায়। নতুন প্রজন্মকে অবশ্যই তাঁদের আত্মত্যাগের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনাকে ধারণ করে একটি প্রগতিশীল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে।”
নেতৃবৃন্দ আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ছিল একটি সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
