বৃহস্পতিবার, জানুয়ারি ২৯

শহীদ ওসমান বিন হাদির স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা ও দোয়া

|| নিজস্ব প্রতিবেদক ||

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) লিডিং ইউনিভার্সিটির গ‍্যালারি-১ এ অনুষ্ঠিত আলোচনা ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে শরীফ ওসমান হাদি হয়ে ওঠেন বাংলাদেশের কণ্ঠস্বর। তিনি আরো বলেন, হাদি ছিলেন একজন বিপ্লবী কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর কখনো শেষ হবার নয়। শতশত হাদি এই চেতনাকে ধরে রেখে সুন্দর এবং সার্বভৌম আগামীর বাংলাদেশ গড়ে গড়তে কাজ করে যাবে উল্লেখ করে তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনা করেন।

আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা কামনা করে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, জীবদ্দশায় হাদি ছিলেন অন‍্যায়, দুর্নীতি, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি ছিলেন সাংস্কৃতিমনা, ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশের গণমানুষের মুক্তির জন্য বিশ্বাসী সংস্কৃতি বিকাশের চেষ্টা করেছেন। দেশের কৃষ্টি, কালচারকে সমুন্নত রেখে অকুতোভয় বীরত্বের মাধ‍্যমে সুন্দর সমাজ গঠনের সংগ্রামে তিনি নিয়োজিত ছিলেন, যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে।

পরিশেষে শহীদ হাদির আত্মত্যাগের কথা স্মরণ রেখে সুন্দর সমাজ ও দেশ বিনির্মাণে আমরা যেন কাজ করতে পারি সেই প্রত‍্যাশা কামনা করে সবাইকে ধন‍্যবাদ জ্ঞাপন করেন।

আলোচনা ও দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।

শহীদ শরীফ ওসমান বিন হাদিকে স্মরণ করে আরো বক্তব্য প্রদান করেন ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, ছাত্রকল‍্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং সকল বিভাগের বিভাগীয় প্রধানদের পক্ষে ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা।

এসময় তাঁরা বলেন, মাত্র বত্রিশ বছর বয়সে শহীদ শরীফ ওসমান বিন হাদির কণ্ঠস্বর বাংলাদেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়লো বিশ্বময়।

তাঁর জীবন ছিল খুব অল্প। কিন্তু ওই অল্প সময়ের ভেতর তিনি একটি আদর্শকে স্থাপন করতে পেরেছেন। সেই আদর্শকে কেন্দ্র করে আমরা একটি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যার মাধ‍্যমে সাম্রাজ্যবাদীদের থাবা থেকে দেশ ও জাতিকে মুক্ত করা যায়। বক্তব্যে তাঁরা হাদিকে এমন নির্মমভাবে হত‍্যার জন‍্য তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করে খুনিদের দ্রুত বিচারের দাবি জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ শরীফ ওসমান বিন হাদির
রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ‍্যাপক ড. মো. জিয়াউর রহমান।

লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের বিভাগীয় প্রধান কাজী জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ‍্যাপক ড. ফজলে এলাহী মামুন। এতে গজল পরিবেশন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জামিউর রহমান। আলোচনা সভা দোয়া অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *