
|| নিজস্ব প্রতিবেদক ||
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টার ২০২৬ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে নবীন শিক্ষার্থীদের জন্য সিলেট নগরীর সুরমা টাওয়ার পয়েন্ট, তালতলা থেকে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে এবং সকাল সাড়ে ১০টায় নবীন শিক্ষার্থীদেরকে স্ব স্ব বিভাগ থেকে গিফট এন্ড ফুড বক্স সংগ্রহ করার জন্য বলা হয়েছে।
ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজক কমিটির আহবায়ক কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম জানান,
বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের আন্ডাগ্র্যাজুয়েট প্রোগ্রামে স্প্রিং সেমিস্টার ২০২৬ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং এতে সভাপতিত্ব করবেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
