
|| নিজস্ব প্রতিবেদক ||
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপর সারে ১২টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
