বুধবার, নভেম্বর ১৯

লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবন নির্মাণে মাটি ভরাট ও উন্নয়ন কাজ উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। তৃতীয় একাডেমিক ভবন নির্মাণে মাটি ভরাট ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় তৃতীয় একাডেমিক ভবনের সয়েল ইম্প্রোভমেন্ট কাজের উদ্বোধন করে সৈয়দ আব্দুল হাই বলেন, লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানব সম্পদ তৈরির মাধ্যমে শিক্ষার আলো ছড়াচ্ছে দেশ এবং দেশের বাইরে। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবন নির্মাণ প্রমাণ করে যে এই বিশ্ববিদ্যালয় তার অগ্রযাত্রায় কতটা সফল হয়েছে। দ্রুততম সময়ে এই কাজ সম্পন্ন করার জন‍্য তিনি সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করেন।

লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, স্থায়ী সনদ প্রাপ্ত লিডিং ইউনিভার্সিটি এ অঞ্চলের নেতৃত্ব প্রদানকারী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। রাগীব নগরে শিক্ষা বান্ধব পরিবেশে পাঠদান এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিত অবদানের জন‍্য তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই অগ্রযাত্রা বজায় রাখার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. জিয়াউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *