
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, “একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায়। এই গোষ্ঠী গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে। শান্তিকামী ও গণতান্ত্রিক দেশবাসীর পক্ষ থেকে আমরা এই ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিতে চাই; তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।”
শনিবার (২০ ডিসেম্বর)নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে নজরুল ইসলাম মঞ্জু রাতে ৩১ নম্বর ওয়ার্ডের সাধু ফ্রান্সিস কলোনী ও খ্রীষ্টান পাড়ায় আয়োজিত সভায় যোগ দেন। সেখানে সাধু ফ্রান্সিস কলোনী ও খ্রীষ্টান পাড়ার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাধু ফ্রান্সিস কলোনীর শংকরের সভাপতিত্বে ও দিপ্তি হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের আসন্ন বড়দিন উপলক্ষে সবাইকে আগাম শুভেচ্ছা জানান। এরপর তিনি সেন্ট জেভিয়ার্স পাড়ায় স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।
বাদ মাগরিব সাবেক এমপি মঞ্জু ৩১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোল্লা পাড়া বাইতুল মোয়াজ্জেম জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম ফজলুল কাদের।
বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, “শহীদ জিয়ার প্রতিষ্ঠিত ও বেগম খালেদা জিয়ার লালিত গণতন্ত্র রক্ষায় আজ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের কঠোরভাবে প্রতিহত করতে হবে। এই ষড়যন্ত্র রুখতে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির ঐক্যের বিকল্প নেই।”
অনুষ্ঠানে অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, এড. গোলাম মওলা, মো. শাহজাহান, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
