শনিবার, জানুয়ারি ২৪

বার্সেলোনার কাছে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত; চালক নিহত, আহত ৩৭

|| আন্তর্জাতিক ডেস্ক ||

স্পেনের বার্সেলোনা শহরের কাছে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বার্সেলোনার উপকণ্ঠ গেলিদা এলাকায় একটি সুরক্ষা প্রাচীর রেললাইনের ওপর ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের চালক নিহত হয়েছেন এবং অন্তত ৩৭ জন যাত্রী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কাতালোনিয়া আঞ্চলিক ফায়ার সার্ভিসের পরিদর্শক ক্লাউদি গ্যালার্দো জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উদ্ধারকাজের জন্য দ্রুততম সময়ে ২০টি অ্যাম্বুলেন্স এবং ৩৮টি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনের ভেতর আটকে পড়া সমস্ত যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মর্মান্তিক এই দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মাত্র দুদিন আগে স্পেনের দক্ষিণাঞ্চলীয় কর্ডোবা প্রদেশে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে ৪২ জন প্রাণ হারিয়েছেন। সেই শোক কাটিয়ে ওঠার আগেই বার্সেলোনার এই দুর্ঘটনা দেশটির রেল পরিষেবাকে প্রশ্নের মুখে ফেলেছে।

স্থানীয়দের অভিযোগ, এই রুটের রেল পরিষেবা দীর্ঘকাল ধরে অপর্যাপ্ত অর্থায়ন এবং কারিগরি ত্রুটির সমস্যায় জর্জরিত।

এদিকে একই রাতে গিরোনা শহরের কাছে অন্য একটি ট্রেনের এক্সেল লাইন থেকে সরে যাওয়ায় ওই রুটেও ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। স্প্যানিশ রেল অপারেটর ‘আদিফ’ জানিয়েছে, আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *