বুধবার, ডিসেম্বর ৩

রেললাইনে দুর্ঘটনা: খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার দৌলতপুর থানা এলাকার রেলিগেট ও মানিকতলার মধ্যবর্তী স্থানে বুধবার (৩ ডিসেম্বর) খুব সকালে ট্রেনে কাটা পড়ে তৌহিদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভোর ৫টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত তৌহিদ দৈলতপুরের মহেশ্বর পাশার মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে। খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আলম খান ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের দাবি, তৌহিদ পারিবারিক জটিলতার কারণে সৎ মায়ের সংসারে বিচ্ছিন্ন জীবনযাপন করতেন এবং পরিবার থেকে কেউ তার খোঁজখবর নিত না। তাদের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় মাদক ব্যবসার বাহক হিসেবেও পরিচিত ছিলেন। তবে এসব অভিযোগ স্থানীয়দের বক্তব্য হিসেবে জানা গেছে, সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রেললাইন পার হওয়ার মুহূর্তে তিনি ট্রেনের নিচে পড়ে গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *