রবিবার, অক্টোবর ১২

রুহুল আমিন জসিম বানারীপাড়া আহমাদাবাদ মাদ্রাসার সভাপতি নির্বাচিত

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||

বানারীপাড়া আহমাদাবাদ হোসাইনিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সলিয়াবাকপুর ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক মোঃ রুহুল আমিন জসীম। গত ১৩ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকল শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সবার সম্মতিক্রমে তিনি এ দায়িত্ব প্রাপ্ত হন। রুহুল আমিন জসিম বানারীপাড়া সলিয়াবাপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ আব্দুল আজিজের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে এম.বি.এ শেষ করেন।

আহমাদাবাদ মাদ্রাসায় সভাপতি পদে নিযুক্ত হওয়ার পরে তিনি উপস্থিত উপবিষ্ট ব্যক্তিবর্গের সামনে মাদ্রাসার সার্বিক উন্নয়ন সাধনের প্রতিশ্রুতি প্রদান করে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘এই মাদ্রাসার অভ্যন্তরীন ও বহিরাগত যতগুলো সমস্যা ইতোপূর্বে ছিল এবং আছে, তা কিভাবে সমাধান করে মাদ্রাসার সার্বিক উন্নতি সাধন করা যায় এ ব্যাপারে অত্র মাদ্রাসার প্রত্যেক দায়িত্বরত শিক্ষক লিখিতভাবে আমাকে পরামর্শ প্রদান করে সহযোগীতা করবেন। এছাড়াও আমি আমার নিজের ব্যক্তিগত প্রচেষ্টায় অতিশিঘ্রই এই প্রতিষ্ঠানে একটি একাডেমিক লাইব্রেরি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। যেখানে অন্ততপক্ষে প্রত্যেক শ্রেণির দুই সেট করে বই মজুদ থাকবে।’

মাদ্রাসার সকল শিক্ষক এবং অভিভাবকবৃন্দ মাদ্রাসার উন্নয়নের কাজে নির্বাচিত সভাপতিকে সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন। এবং সকলে প্রত্যাশা করেন যে, সম্মিলিতভাবে সকলে মাদ্রাসার উন্নয়নের কাজে এগিয়ে আসলে বানারীপাড়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে আহমাদাবাদ মাদ্রাসাকে গড়ে তুলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *