বুধবার, ডিসেম্বর ৩১

রাষ্ট্রীয় শোকের কারণে পেছাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, মেলাটি আগামীকাল ১ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৩ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে। ইপিবি জানিয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের প্রেক্ষিতেই উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত অতিথিদের কাছে ইতোমধ্যে পাঠানো আমন্ত্রণপত্রগুলো নতুন তারিখেও কার্যকর থাকবে।

দেশের রপ্তানি, বাণিজ্য ও শিল্পখাতের সম্ভাবনা তুলে ধরতে প্রতিবছর রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এই মেলার আয়োজন করা হয়। এবারের ৩০তম আসরে দেশি-বিদেশি বিপুলসংখ্যক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাষ্ট্রীয় শোকের প্রতি শ্রদ্ধা জানাতেই এই পরিবর্তন আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *