
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ ফাতেমা তুজ জোহরা তুষ্টি (৩০) ও তার পরিবার থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম রায়গঞ্জ এলাকার মোছাঃ ফাতেমা তুজ জোহরা তুষ্টি, তার দুই বড় বোন মোমাঃ জান্নাতুল ফেরদৌস (৪২) ও মোছাঃ জান্নাতুল মাওয়া (৩৮), এবং তাদের মা মোছাঃ হোসনে আরা পারভীন দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তিতে বসবাস করে আসছেন।
তবে জমির সীমানা নিয়ে প্রতিবেশী মোঃ আঃ মান্নান (৩৫), মোঃ নিজাম উদ্দিন (৩০), মোঃ আছর আলী (৫৮), মোঃ আঃ বারেক (৫০) এবং তাদের পরিবারের সদস্যসহ আরও ১০-১২ জন মিলে দীর্ঘদিন ধরে বিরোধ ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ১৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ফাতেমা তুজ জোহরা তুষ্টি ও তার বোনেরা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে লাঠি, রড, ছোরা, দা, কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এসময় তাদের টিনের বেড়া ভেঙে ঘরে অনধিকার প্রবেশ করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এছাড়া বাড়ির পাশে থাকা ১৫-২০টি ইউক্লিপটাস গাছ, ২০-২৫টি সুপারি গাছ, ১০-১৫টি আম গাছ কেটে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি করার অভিযোগও উঠে।
এ ঘটনায় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও ভয়ভীতি দেখায়। পরে ভুক্তভোগীরা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১ নম্বর আসামি মোঃ আঃ মান্নানকে আটক করে।
এ বিষয়ে ফাতেমা তুজ জোহরা তুষ্টি বলেন, “আমাদের জায়গা জোরপূর্বক দখল করার জন্য দীর্ঘদিন ধরে ওরা আমাদের হুমকি দিয়ে আসছিল। আমরা সালিশে বসেও সমাধান পাইনি। শেষ পর্যন্ত ওরা রাতে দলবেঁধে এসে আমাদের বাড়িঘর ভেঙে, গাছ কেটে, আমাদের সম্পদ নষ্ট করেছে। আমরা এর সঠিক বিচার চাই।”
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম রেজা জানান, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। একজনকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে।