সোমবার, ডিসেম্বর ২২

রাজশাহী-৩ আসনে বিএনপির মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের বিপরীতে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের মোট নয়জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এদের মধ্যে বিএনপির চারজন দলীয় প্রার্থী, জামায়াতে ইসলামীর একজন প্রার্থী এবং চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার (২০ ডিসেম্বর) রাজশাহী-৩ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম। এ সময় পবা ও মোহনপুর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে পিপি আলী আশরাফ মাসুম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ সবাই একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন। আমরা আশা করছি, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার সৃষ্টি হবে।
এদিকে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ২০২২ সালেই এই কর্মসূচি ঘোষণা করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ় অবস্থানে থেকে কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *