
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
গোদাগাড়ী–তানোর নিয়ে গঠিত রাজশাহী-১ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা নির্বাচন কার্যালয় থেকে বিএনপির নেতাকর্মীরা এ মনোনয়ন ফরম উত্তোলন করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, নির্বাচনী কার্যক্রমের সূচনা হিসেবে এই দিনটি তার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতির পথচলা শুরু হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তবে তার দৃঢ় বিশ্বাস, গোদাগাড়ী ও তানোর অঞ্চলের ভোটাররা ধানের শীষ প্রতীকের পক্ষেই তাদের সমর্থন জানাবে।
ভোটগ্রহণ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জনগণের প্রকৃত মতামত ভোটের মাধ্যমে প্রকাশ পাবে।
দলীয় মনোনয়ন বিষয়ে তিনি বলেন, একাধিক ব্যক্তি মনোনয়ন প্রত্যাশা করতেই পারেন। কিন্তু দলীয় নেতৃত্ব যাচাই-বাছাই ও সার্বিক পর্যালোচনার মাধ্যমে একজনকেই মনোনয়ন দিয়েছে। এখন দলীয় ঐক্য বজায় রেখে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়ন কার্যক্রম জোরদার করা, মাদকবিরোধী কার্যক্রম বাস্তবায়ন এবং সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ গোদাগাড়ী ও তানোর উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
