
|| অপু দাস | জেলা প্রতিনিধি, রাজশাহী ||
ভারতীয় আধিপত্যবাদবিরোধী মঞ্চের উদ্যোগে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক একটার দিকে নগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই ৩৬ মঞ্চ’-এর ব্যানারে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের দিকে অগ্রসর হন।
মিছিলটি সামনে এগোতে চাইলে পুলিশ আগে থেকেই বসানো ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে। এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে, যা এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি করে।
ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই ভদ্রা ও পদ্মা আবাসিক এলাকায় পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
