রবিবার, জানুয়ারি ২৫

রাজশাহীতে নির্বাচনী উত্তাপ বাড়াতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ২৮ জানুয়ারি জনসভা

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। আগামী ২৮ জানুয়ারি রাজশাহী সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার বিএনপি নেতা মিজানুর রহমান মিনু-এর বাসভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত।

তিনি জানান, তারেক রহমানের এই সফর রাজশাহীতে বিএনপির নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করবে। সফরের প্রধান কর্মসূচি হিসেবে তিনি নগরীর ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে।

সৈয়দ শাহীন সৈকত বলেন, “বিএনপি চেয়ারম্যান এই জনসভায় দলের নির্বাচনী ইশতেহার, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি এবং জনগণের জীবনমান উন্নয়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরবেন। এই বক্তব্য নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশাবাদী।”

দলীয় সূত্র জানায়, ২৮ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি সরাসরি রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন এবং নির্বাচনী প্রতীক তাদের হাতে তুলে দেবেন।

জনসভা শেষে বিকেলে তিনি নওগাঁয় অনুষ্ঠিতব্য আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। নওগাঁর কর্মসূচি শেষ করে তিনি পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন বলে বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে আয়োজিত প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহীর পাঁচটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা, জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *