
|| ডাঃ আনোয়ার সাদাত ||
আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি দেখতে পাবো, আগের দিনে মানুষ রাজনীতি করতো একটি দায়িত্ব বোধ থেকে, একটি মহৎ উদ্দেশ্যে, যেখানে জনগণের সেবা এবং দেশপ্রেম ছিল তাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। তখনকার রাজনীতিবিদরা নিজেকে দেশের কল্যাণে উৎসর্গ করতেন এবং তাদের জীবনে কোনো ব্যক্তিগত লাভের আশা ছিল না। তারা নিজেদের সহায় সম্পদ জনগণের কল্যাণে উৎসর্গ করে দিতেন। তাদের উদ্দেশ্য ছিল জনগণের সেবা, দেশের উন্নয়ন এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু সময়ের সাথে সাথে রাজনীতির ধরন ও লক্ষ্য-উদ্দেশ্য অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে।
আজকাল অনেক ক্ষেত্রে দেখা যায়, রাজনীতির সাথে অনেক নেতাই ব্যবসা বা অন্য পেশায় যুক্ত আছেন। তারা ভোটের রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত আর্থিক লাভের উদ্দেশ্য নিয়ে কেউ কেউ রাজনীতি করছেন, যা অনেক ক্ষেত্রে রাজনীতির মহান লক্ষ্য-উদ্দেশ্যকে কলুষিত করছে। এমনকি একাজ করতে যেয়ে দূর্নীতির আশ্রয় নিতেও তারা কুণ্ঠিত হচ্ছেন না। এই পরিস্থিতি সমাজের জন্য একটি কঠিন বাস্তবতা তৈরি করছে।
রাজনীতিতে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে রাজনীতি বা রাজনীতিবীদদের প্রতি আস্থার অভাব বাড়ছে। রাজনীতি যদি উপার্জনের মাধ্যম হিসেবে পরিগণিত হয়, তাহলে জনগণের সেবা বা উন্নতি হবে না। রাজনীতির মহান উদ্দেশ্য ব্যাহত হবে। এই পরিস্থিতি সমাজের জন্য উদ্বেগজনক ও হতাশাজনক।
লেখক: আলোকিত দৈনিক-এর নিজস্ব প্রতিবেদক (খুলনা)।