শুক্রবার, ডিসেম্বর ২৬

রংপুরে ইসলামী ঐক্য আন্দোলনের দায়িত্বশীলদের বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, ইক্বামতে দ্বীন তথা দ্বীন প্রতিষ্ঠা কাজ সকল মুসলিম নর-নারীর উপর নামাজ রোজার মতই ফরজ। এই কাজ থেকে দূরে সরে থাকার কোন সুযোগ নেই। কিন্তু আমরা এই কাজটাকে গুরুত্বের সঙ্গে না নিয়ে অবহেলা করি। অথচ দুনিয়ায় আগত সকল নবী-রাসূলগণের সবচেয়ে বড় কাজ ছিল, সকল দ্বীনের উপরে ইসলামের বিজয় ঘটানো। আল্লাহর এই জমিনে সকল মতবাদ ও ধর্মমতের উপরে দ্বীনের বিজয় না ঘটা পর্যন্ত আমাদের এই কাজ অব্যাহত রাখতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা নামাজ রোজা যেমন গুরুত্বের সঙ্গে আদায় করি, তার চেয়েও বেশি গুরুত্বের সঙ্গে ইক্বামতে দ্বীনের কাজটা করতে হবে এবং এটা সকলের উপরে ফরজ। এই কথাটি আমাদের মনে রাখতে হবে যে, এই কাজের সঙ্গে লেগে থাকা বড়ই সৌভাগ্যের বিষয়। এই কাজে যেমন সবচেয়ে বেশি ছওয়াব। আবার এই কাজে বাঁধাও সবচেয়ে বেশি। এই কাজ বেড়ে গেলে দুনিয়ার সকল তাগুতী শক্তির গায়ে আগুন ধরে যায়। ক্ষমতা হারানোর ভয়ে অস্থির হয়ে ওঠে। ফলে বিভিন্ন বাঁধার সৃষ্টি করে, অন্তরায় হয়ে দাঁড়ায়। বাতিল শক্তির সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে এবং সকল ধরনের, সব সময়, সকল প্রকারের বাঁধা-বিপত্তি উপেক্ষা করে একজন প্রকৃত মুসলিমকে এই কাজের সঙ্গেই লেগে থাকতে হবে।

নেতৃবৃন্দ গত ৮ ডিসেম্বর সোমবার বাদ এশা রংপুর জেলা শাখার দায়িত্বশীলদের বৈঠকে এসব কথা বলেন।

রংপুর শহরস্থ অস্থায়ী কার্যালয়ে শাখার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মাবুদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় মেহমান উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোস্তফা শহীদুল হক। জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর শাহীদুন্নুবী স্বপন ও ডাক্তার আজিজুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী আবুল কালাম আজাদ ডিউক, সাংগঠনিক সম্পাদক জনাব সোহেল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মনিরুজ্জামান, অফিস সম্পাদক মুহাম্মদ বেলাল হোসেন, সদস্য হাফেজ মাওলানা মাহমুদুল হাসানসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *