
|| জেলা প্রতিনিধি (বগুড়া) ||
বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৩৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
বগুড়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি এস এম মিনহাজুল ইসলাম (মুন্না) ও সাধারণ সম্পাদক ইসরাফিল আলম আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করেন। নতুন কমিটিতে শাহিদুল ইসলামকে সভাপতি, রাকিবুল হাসান রঞ্জুকে সাধারণ সম্পাদক এবং এনামুল হক বিজয়কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘোষিত এই কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি নুর আলম; সহ-সভাপতি আল আমিন, নাছিম ইসলাম ও জিহাদ। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কবির হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন সোহারাফ রুস্তম, জুয়েল রানা ও এনামুল হক ইমন।
কমিটির সাংগঠনিক কার্যক্রমে আরও রয়েছেন— সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, আজিজুল ইসলাম, সুজন মিয়া ও পলাশ। দপ্তর সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক হিসেবে ইমরান খান ভাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রচার সম্পাদক হিসেবে রিপন মিয়া ও সহ-প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন আবুল কাশেম (রনি)।
এছাড়া অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মিলন মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক এস এম হামিদুল ইসলাম (হামিদ), আইন বিষয়ক সম্পাদক জুলফিকার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম মনোনীত হয়েছেন।
কমিটির কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মমিনুর রহমান, স্বাধীন মিয়া, অন্তর মিয়া, সোহেল রানা (১), সিহাব, হৃদয়, সোহেল রানা (২), সাইফুল ইসলাম, কামাল পাশা ও স্বপন মিয়া।
জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটির মাধ্যমে সারিয়াকান্দি উপজেলায় যুব অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
