বৃহস্পতিবার, আগস্ট ২১

যশোরে কামিল স্তর উদ্বোধনে ইআবি ভিসি: ‘যোগ্য নাগরিক গড়তে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই’

|| নিজস্ব প্রতিনিধি ||

রবিবার (২৫ মে) যশোর বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার কামিল স্তর শুভ উদ্বোধন ও মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে মাদ্রাসা প্রধানদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শামছুল আলম বলেন, মাদ্রাসা শিক্ষা দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফলতার জন্য অপরিহার্য। একজন মাদ্রাসা শিক্ষার্থী কোরআন হাদিস, ফিকাহ ও অন্যান্য ইসলামী জ্ঞানের পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পার্থিব জ্ঞান চর্চা ও করে যাচ্ছেন। যোগ্য, দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির ভূমিকা রাখছে মাদ্রাসা শিক্ষা। তাই তিনি দেশের অভিভাবকদের প্রতি আহবান জানান নিজ সন্তানদের মাদ্রাসা শিক্ষায় গড়ে তোলার জন্য।

কামিল স্তর উদ্বোধনে বাঘারপাড়া মাদ্রাসার সকল শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কামিল হচ্ছে জ্ঞানের পরিপূর্ণতার স্তর তাই যোগ্য আলেম ও দক্ষ নাগরিক তৈরির জন্য মূল কিতাব পড়ানোর তাগাদা প্রদান করেন। সিহাহ সিত্তাহ হাদীসের যথাযথ অধ্যয়ন ও জ্ঞানের গভীরতা বাড়ানোর প্রতি শিক্ষক শিক্ষার্থীদের প্রতি গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলার বিভিন্ন ফাজিল -কামিল মাদ্রাসার অধ্যক্ষ সহ বাঘারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *