
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় শহরে বিপুল সংখ্যক শ্রমিকদের সাথে নিয়ে শ্রমিকদের গায়ে গেঞ্জি পরিধান করে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসন থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল লতিফ, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ইসলামী শ্রম নীতি চালু হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে এবং শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করার জন্য সকল মালিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সিরাজগঞ্জের কওমি জুট মিল ও সুতাকল চালু করার জন্য অধ্যাপক জাহিদুল ইসলাম জোর দাবি করেন। অনুষ্ঠানের সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ সমাপ্ত করেন।
